সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

ইন্দুরকানীতে পুলিশ ক্যাম্প উদ্ধোধন 

ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধি 

ইন্দুরকানীতে পুলিশ ক্যাম্প উদ্ধোধন 

পিরোজপুরের ইন্দুরকানীতে পুলিশ ক্যাম্প উদ্ধোধন করা হয়েছে। গত মঙ্গলবার উপজেলার পাড়েরহাট ইউনিয়নের টেংড়াখালী পুলিশ ক্যাম্প উদ্ধোধন করেন প্রধান অতিথি ডিআইজি বরিশাল রেঞ্জ এস এম আক্তারুজ্জামান । 

এসময় মাদক সন্ত্রাস এবং জঙ্গিবাদবিরোধী লক্ষে পুলিশ সুপার পিরোজপুর মোহাম্মদ সাঈদুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয় । 

সভায় বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক পিরোজপুর মো. আমিনুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান অ্যাড. এম মতিউর রহমান, উপজেলা নির্বাহী অফিসার লুৎফুন্নেসা খানম, ওসি মো. এনামুল হক, আ.লীগের সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান সেলিমসহ রাজনৈতিক দলে নেতারা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। প্রধান অতিথি বক্তব্যে বলেন, দেশ এগিয়ে যাচ্ছে এ অজপাড়াগায়  পুলিশ ক্যাম্প তার দৃষ্টান্ত। সবসময় ভালমন্দ থাকবে। উন্নয়নের লক্ষে সকলকে এক সাথে কাজ করতে হবে।  

টিএইচ